একটি আদর্শ সমাজ বিনির্মাণে সংস্কৃতির গুরুত্ব অপরিসীম। বিশ্বের ইতিহাসে বাংগালি ব্যতিক্রমী জাতি। ভাষার অধিকার প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে দিয়ে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়। সংস্কৃতির মধ্য দিয়ে বাংগালি ঠিক করে নেয় তার সাংস্কৃতিক আত্ম-পরিচয়। বাংলাদেশের রয়েছে শত শত বছরের ইতিহাস ও ঐতিহ্য। বাংলাদেশের সংস্কৃতি স্বকীয় বৈশিষ্ট্যের কারণে স্বমহিমায় উজ্জ্বল। বাংলাদেশ পৃথিবীর সমৃদ্ধ সংস্কৃতির ধারণকারী দেশগুলোর মধ্যে অন্যতম। দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের গণমানুষের সাহিত্য ও সংগীত, নৃত্য, গণমাধ্যম, রন্ধন, পোষাক, সামাজিক অনুষ্ঠান, ক্রীড়া, লোক ও কারুশিল্প, মেলা ইত্যাদির মিথস্ক্রিয়াকে বোঝানো হয়ে থাকে। বাংলা সংস্কৃতিকে আগলে লক্ষ লক্ষ লোক জীবিকা নির্বাহ করছে। বাংলা সংস্কৃতি যোগানদিচ্ছে লক্ষ লক্ষ কর্মসংস্থান এবং বাচিয়ে রেখেছে কত শত পরিবার।